এক দিনে রাজ্যে টিকা ৪,১৭,৬১১

রাজ্যে এই প্রথম এক দিন এত মানুষ টিকা পেলেন। বেশ কয়েকদিন ধরেই টিকার হাহাকার কমেছে রাজ্য জুড়ে। নিয়ম করে সব বয়সীরাই কম বেশি টিকা পাচ্ছেন। আপাতত তেমন অভিযোগও নেই যে টিকা মিলছে না। তার মধ্যে একদিনে ৪ লাখের উপর টিকা আশ্বস্ত করছে মানুষকে। এর পাশাপাশি মন্থর হলেও কমছে আক্রান্তের সংখ্যা। এদিন ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১,৮৯৪ জন। কমেছে মৃত্যুও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের। এখনও আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। দার্জিলিংয়ে বাড়ছিল আক্রান্ত। এদিন সেখানে আক্রান্ত হয়েছে ১৭২ জন। তবে কোভিড নিয়ন্ত্রণে আনতে তৎপর রাজ্য সরকার।