কিছুদিন আগেই তাঁকে লাইফ সাপোর্ট থেকে বের করা হয়। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ক্রিস কেয়ার্নস। চলতি মাসের শুরুতে ধমনী ছিঁড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পর অস্ত্রোপচার করা হয় তাঁর। তার পর আরও বেশি অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন নিউজিল্যান্ড এই অল-রাউন্ডার। সমস্যা দেখা দেয় হৃদযন্ত্রে। চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী চিকিৎসায় সাড়া দেননি কেয়ার্নস। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর আরও একটি অস্ত্রোপচার হয় তাঁর সিডনির স্পেশ্যাল হাসপাতালে। জানা গিয়েছে অস্ত্রোপচারের সময়ই তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন। পুরো সুস্থ হয়ে উঠলে রিহ্যাবে রাখা হবে বলে খবর। তবে কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেননি ডাক্তাররা।