জল্পনা ছিলই। যেখানে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ সেখানে এশিয়া কাপের মতো ইভেন্টের আয়োজন করা রীতিমতো ঝুঁকিপূণ। সে কারণেই বদল করা হল এশিয়া কাপের ভেন্যু। মুম্বইয়ে বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এই খবর জানান। তাঁর মতে, সংযুক্ত আরব আমিরশাহী এশিয়া কাপের জন্য উপযুক্ত জায়গা। যেখানে এই সময়ে বৃষ্টি হয় না। গত দেড় বছর ধরে এশিয়া কাপের সময় পেছানো হয়েছে কোভিডের জন্য। এবার আর না পিছিয়ে ভেন্যু পরিবর্তনেরই সিদ্ধান্ত নেওয়া হল। কারণ এশিয়া কাপ পিছতে চায় না এশিয়ান ক্রিকেট কাউন্সিল।