অমরনাথ যাত্রার দিন ঘোষণা করে দেওয়া হল। ১ জুলাই থেকে ৩১ অগস্ট পর্যন্ত চলবে এই যাত্রা। তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে ১৭ এপ্রিল থেকেই। গত বছর কোভিড পরবর্তী সময়ে বিপুল ভিড় হয়েছিল অমরনাথ যাত্রায়। তবে কোনও খারাপ ঘটনার সাক্ষী থাকতে হয়নি। এবারও যাতে সুষ্ঠভাবে এই তীর্থযাত্রা সম্পন্ন হয় সেদিকে নজর থাকবে প্রশাসনের। থাকবে নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত। এছাড়া স্বাস্থ্য পরিষেবা, জল, বিদ্যুৎ, বাসস্থান—সব দিকেই কড়া নজর থাকবে প্রশাসনের। একটি অ্যাপের মাধ্যমে এই তীর্থযাত্রার বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও জানা গিয়েছে। ৬২ দিন ধরে চলবে এই যাত্রা। যাত্রা শুরু হবে পহেলগাঁও ও গান্ডেরওয়াল থেকে।