এক ধাক্কায় অনেকটাই কমল রাজ্যের কোভিড সংক্রমণ।গত কয়েকদিন ধরে যেভাবে হুহু করে বাড়ছিল সংক্রমণ তাতে আতঙ্ক গ্রাস করছিল। তার মধ্যে উৎসবের আবহে মানুষ কোভিড বিধি ভুলে মেতেছে। তার মধ্যেই সংক্রমণ কমাটা প্রশাসনের জন্য স্বস্তির। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছে ৫৩০ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। কমেছে কলকাতার আক্রান্তের সংখ্যা। এদিন আক্রান্ত ১০২ জন। উতত্র ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৯৭ জন। দুই জেলাতেই কমেছে কোভিড সংক্রমণ। হুগলিতে আক্রান্ত ৬০ জন। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ৪১ জন। পজিটিভিটি রেট ২.৯৩ শতাংশ।