করোনায় এই প্রথম মৃত্যুহীন মুম্বই, গত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী, এক জনেরও কোভিডে মৃত্যু হয়নি বাণিজ্যনগরীতে। এ দেশে অতিমারি করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন মুম্বইতে একাধিক মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৬ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে মুম্বইতে। মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৫০ হাজার ৮০৮। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন। কিন্তু মৃত্যুর সংখ্যা শূন্য। পজিটিভিটি রেটও কমে ১.২৭ হয়েছে। সুস্থতার হার হয়েছে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বাণিজ্যনগরীতে করোনা পরীক্ষা হয়েছে ২৮ জাহার ৬০০ জনের। তার মধ্যে মাত্র ৩৬৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।