ফের বাড়ল পশ্চিমবঙ্গে দৈনিক কোভিড সংক্রমণ। মঙ্গলবারের রিপোর্ট বলছে এ দিন কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। যা সোমবারের তুলনায় কিছুটা বেশি। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৫২৪। এ দিন মৃত্যু হয়েছে ১৪ জনের। তার মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা ১০৮। টানা আট দিন ধরে এ শহরে দৈনিক আক্রান্ত শতাধিক। উত্তর ২৪ পরগনায় নতুন করে ৯৮ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। সেই সঙ্গে হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩৬ জন করে আক্রান্ত হয়েছেন।