রাজ্যে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক আক্রান্তের নিরিখে রাজ্য ফের ২০ হাজারের গণ্ডি পার করল। গত ২৪ ঘন্টায় রাজ্যে ২১ হাজার ৯৮ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। সোমবারের তুলনায় গত ২৪ ঘন্টায় কলকাতাতেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । কলকাতায় গত এক দিনে ছয় হাজার ৫৬৫ জন আক্রান্ত হয়েছেন। বৃদ্ধি পেয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় কোভিডে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কলকাতায় ছয়, উত্তর ২৪ পরগনায় পাঁচ, দক্ষিণ ২৪ পরগনায় তিন, হাওড়ায় তিন এবং নদিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে।