রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৭০৮ জন সংক্রমিত হয়েছেন। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। উত্তর ২৪ পরগনায় ১২৫ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নদিয়ায় ৫৮, দক্ষিণ ২৪ পরগনায় ৫৭, হাওড়ায় ৪৩, হুগলিতে ৩৯ এবং দার্জিলিঙে ৩০ জন আক্রান্ত হয়েছেন। এ ছা়ড়া, রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কমবেশি সংক্রমণ ছড়িয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৬৭ হাজার ৫৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৫৮৬।