গত ২৪ ঘণ্টায় কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। যার ফলে রাজ্যেও সব মিলে বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। রবিবার করোনা আক্রান্ত হয়েছেন ৭০৭ জন। বেড়েছে মৃত্যুও। মৃত্যু হয়েছে ১১ জনের। কলকাতায় আক্রান্ত ১২৯ জন এবং উত্তর ২৪ পরগনায় ১১৯ জন। যা বড় মাথা ব্যথার কারণ প্রশাসনের। এত চেষ্টা করেও বাগে আনা যাচ্ছে রাজ্যের করোনাকে। তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৫৪ জন। সব থেকে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। এদিন সুস্থ হয়ে ফিরেছেন ৭২৩ জন।