এক সঙ্গে কাজ করা বন্ধ করে দিল হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক। সোমবার ভারতীয় সময় রাত ন’টার কিছুক্ষণ পরই ঘটে এই ঘটনা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল নেটওয়ার্ক ইস্যু। কিন্তু তার পরই সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তা বুঝিয়ে দেয় দেশ জুড়েই এই সমস্যার সম্মুখিন হয়েছে মানুষ। শুধু দেশে নয় বিশ্বের বিভিন্ন অংশ থেকে এই খবর আসতে শুরু করে। টুইটারে তৈরি হয়ে যায় হ্যাশট্যাগও। ফেসবুক ওয়েব সাইটে মেসেজ দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘দুঃখিত, কিছু সমস্যা দেখা দিয়েছে। আমরা তার উপর কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার চেষ্টা করছি।’’ কেউ কেউ আবার টুইটারকেও ধন্যবাদ জানিয়েছে, বন্ধ না হওয়ার জন্য। ইতিমধ্যেই মজার মজার মিম তৈরি হয়ে গিয়েছে টুইটারে।