কানে হেডফোন দিয়ে গান শোনা থেকে এখন অনলাইন ক্লাস সবই চলছে। দিনের অর্ধেক সময়ই মানুষের কানে থাকে হেডফোন। আর যেহেতু এই মুহূর্তে হেডফোন এতটাই গুরুত্বপূর্ণ যে মানুষের মধ্যে বেড়েছে ব্লুটুথ হেডফোনের চাহিদা। যা নিয়ে সহজেই চলাফেরা করা যায়। কিন্তু তার যে এমন মর্মান্তিক পরিনতি হবে তা কে জানত। রাজস্থানের জয়পুরের ২৮ বছর বয়সী যুবক রাকেশকুমার নাগার কানে হেডফোন লাগিয়ে চাকরির পরীক্ষার পড়াশোনা করছিলেন বলেই জানা গিয়েছে। হঠাৎই সেই হেডফোনে বিস্ফোরণ ঘটে। তাঁর দুই কানই ক্ষতবিক্ষত হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাংচানো যায়নি।