বুধবার পুলওয়ামা জেলার অবন্তিপুরে ত্রাল টাউনের তিলওয়ানি মহল্লায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে সন্ত্রাসবাদীদের। সেখানেই জইশ কমান্ডার নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা যায়। জঅশ কমান্ডারের নাম জানা গিয়েছে শাম সোফি। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা যৌথ অভিযানে নেমেছিলেন খবর পেয়ে। গত কয়েকদিন ধরেই জম্মু-কাশ্মীরে সন্ত্রাস চলছে। কখনও সাধারণ মানুষ তো কখনও সেনা, পুলিশ তাদের শিকার হয়েছে। গত সোমবারই টহলরত সেনার উপর অতর্কীতে হামলা চালায় সন্ত্রাসীরা। তাতে পাঁচ সেনা জওয়ান শহীদ হন। শহীদ হন এক অফিসারও। উৎসবের মরসুমে দেশে জঙ্গি তৎপড়তা বাড়ছে। দিল্লি থেকে গ্রেফতারও হয়েছে পাকিস্তানি জঙ্গি।