কাশ্মীরে সংঘর্ষ থামছেই না। পর পর জঙ্গি হামলায় সাধারণ মানুষের মৃত্যু আটকাতে তৎপর স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী। বুধবার নতুন করে সেনা-জঙ্গি সংঘর্ষে এক জওয়ান শহিদ হন। আহত হয়েছেন আরও দুই জওয়ান। এনকাউন্টারে দুই জঙ্গিকে মারতে সক্ষম হয়েছে সেনা। এনিয়ে গত দু’সপ্তাহে মোট ১৫ জন জঙ্গিকে মারতে পেরেছে পুলিশ। গত কয়েকদিন ধরে সোপিয়ান জেলায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছিল। সেই খবর পেয়েই সেখানে হানা দেয় পুলিশ। খবর মৃতদের মধ্যে একজন লস্করের শীর্ষ কমান্ডার আদিল ওয়ানি।