না এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় আসেনি। তবুও উৎসবের শুরুতে রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখি হওয়ায় মানুষ কিছুটা আশ্বস্ত। ষষ্ঠীর দিন রাজ্যে কোভিড সংক্রমিত হয়েছেন ৬০৬ জন। যা রবিবারের তুলনায় অনেকটাই কম। মৃত্যু হয়েছে ৯ জনের। এটিও রবিবারের তুলনায় কম। গত ২৪ ঘণ্টায় এখনও প্রথম দুই স্থান দখল করে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্ত ১৪৫ এবং উত্তর ২৪ পরগনায় ১০৯। সব থেকে বেশি ৩ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। উত্তর ২৪ পরগনায় ২। পুজোর শহরে যে ভাবে মানুষের ঢল নেমেছে রাস্তায় তাতে উৎসব কেটে গেলে কোভিড কী পরিস্থিতি নেবে তা নিয়েই রয়েছে বড় প্রশ্ন।