সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর আর এক প্রাক্তন ক্রিকেটার আক্রান্ত হলেন করোনাভাইরাসে। তিনি লক্ষ্মীরতন শুক্লা। সোমবার রাতেই তাঁর কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। তাঁর হালকা উপসর্গ রয়েছে। আপাতত তিনি হোমআইসোলেশনে রয়েছেন। সুস্থ আছেন। এদিকে সোমবারই সোশ্যাল মিডিয়ায় নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর জানান, সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। দেখা হচ্ছে কোন স্ট্রেনের কোভিডে তাঁর আক্রান্ত। সৌরভ আক্রান্ত হয়েছেন ডেল্টায়। তবে দেশ জুড়ে এখন দাঁপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন। গত বছর কোভিডে আক্রান্ত হয়েছিলেন লক্ষ্মীরতনের স্ত্রীও। সেই সময় তাঁর পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। সম্প্রতি লক্ষ্মী রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন। তৃণমূল ছেড়ে বাকিদের মতো অন্য কোথাও যোগ দেননি।