সম্প্রতি দলাই লামার একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে তিনি এক বালকের ঠোঁটে চুম্বন করছেন। সেই ভিডিওতে শোনা যায় তিনি সেই বালককে তাঁর জিভ চুষে দিতে বলছেন। এই ভিডিও ছড়িয়ে পড়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এর পরই সোমবার তার জবাব দেন বৌদ্ধ আধ্যাত্মিক ধর্মগুরু। সেখানে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি সেই বালক ও তার পরিবারের কাছে ক্ষমাচেয়ে এক বিজ্ঞপ্তি জারি করেন। ক্ষমা চাওয়ার পাশাপাশি তাঁর এই কাজের ব্যাখ্যা হিসেবে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘আধ্যাত্মিক গুরু তাঁর সঙ্গে দেখা করতে আসা মানুষদের সঙ্গে মজা করেই থাকেন। এটাও একটা মজা ছিল তাতে কোনও পাপ ছিল না। এবং পুরোটাই ক্যামেরার সামনেই হয়।’’