কোভিড বিধি মেনে খোলা হচ্ছে সিনেমা হল। দীর্ঘধিন ধরেই বন্ধ হয়ে রয়েছে সিনেমা হল। বৃহস্পতিবার কোভিড বিধিনিষেধের সময় দীর্ঘায়িত হওয়ার বার্তা দিয়েছে নবান্ন। ১৫ অগস্ট পর্যন্ত চলবে সব বিধিনিষেধ। তার মধ্যেই সুখবর সিনেমাহল মালিকদের জন্য। ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল চালাতে পারবে হল মালিকরা। বাংলায় কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়েও যেন হচ্ছে না। কখনও নামছে তো কখনও বাড়ছে। এই পরিস্থিতিতে মানুষের রুটি-রুজির কথাও ভাবতে হচ্ছে প্রশাসনকে। যদিও সব থেকে গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন খোলার কথা কিছুই জানানো হয়নি নতুন বার্তায়।