রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ কখনও কমছে আবার কখনও লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতি দ্বিতীয় ঢেউয়ের শেষের দিকে চলছেই। যা স্বস্তি দিয়েও দিচ্ছে না রাজ্যকে। এর মধ্যে সুখবর এদিন কলকাতায় কোভিডে মৃত্যু হয়নি এক জনেরও। রাজ্যে মৃত ৯। যা সত্যিই স্বস্তির হলেও সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা এদিন খানিক বেড়েছে। এদিন আক্রান্ত হয়েছেন ৭২৯ জন। শীর্ষে সেই উত্তর ২৪ পরগনাই। সেখানে আক্রান্ত ৮৯ জন। দার্জিলিংকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে উত্তরবঙ্গের আর এক জেলা জলপাইগুড়ি। সেখানে আক্রান্ত ৭৮। তৃতীয় স্থানে কলকাতায় আক্রান্ত ৫৯ জন। তবে স্বাস্থ্য দফতর জানাচ্ছে সুস্থতার গ্রাফ ঊর্ধ্বমুখী।