বয়স মাত্র ১৮। বিশ্ব দিনাদয়ালান রবিবার গুয়াহাটি থেকে রওনা দিয়েছিলেন শিলংয়ের উদ্দেশে। লক্ষ্য ছিল ৮৩তম সিনিয়র জাতীয় এবং আন্তঃ-রাজ্য টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ। সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাঝ পথেই সব শেষ। একটি গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন রমেশ সন্তোষ কুমার, অবিনাশ প্রসন্নজি শ্রীনিবাসন ও কিশোর কুমার। সকলেই গুরুতর আহত হয়েছেন। তবে তাঁদের প্রত্যেকেরই অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। উল্টোদিক থেকে আসা একটি ১৬ চাকার লড়ি ডিভাইডার ভেঙে মুখোমুখি ধাক্কা দেয় তাঁদের গাড়িতে। সেই ধাক্কায় খাদে পড়ে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের। হাসপাতালের পথেই মৃত্যু হয় টেবল টেনিস প্লেয়ারের।
Shocked beyond words to hear about the heartbreaking & untimely demise of our young, promising Table Tennis player Vishwa Deenadayalan. He was a legend-in-making and it pains me that he left us too soon.
I offer my deepest condolences to his family, friends & sports fraternity. pic.twitter.com/hFlrR0Mycl
— M.K.Stalin (@mkstalin) April 18, 2022