গুলিতে ঝাঁঝরা অকালি দলের যুব নেতা

পঞ্জাবের মোহালির ঘটনা। ভিকি মিট্টুখেরা অকালি দলের যুব নেতা। সেক্টর-৭১-এ ঘটে এই ঘটনা যখন তিনি নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন। তখন তাঁকে লক্ষ্য করে গুলির বৃষ্টি হতে শুরু করে। তার ভিডিও ফুটেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, যা রীতিমতো শিউড়ে ওঠার মতো কোনও ইংরেজি সিনেমার শুটিং মনে হতে পারে। দেখে মনে হচ্ছে ভিকির জন্যই ঘাপটি মেরে বসেছিল দুষ্কতীরা। নাগারে গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন সেই নেতা। প্রায় ২০ রাউন্ড গু‌লি চালানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় পাওয়া যায়নি। স্টুডেন্ট অর্গানাইজেশন অব ইন্ডিয়ার প্রাক্তন অধ্যক্ষ ভিকি পঞ্জাব বিশ্ব বিদ্যালয়ে পড়ার সময় সক্রিয় রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন। তবে কী কারণে তাঁকে এভাবে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।