মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল সিকিমের রাজধানী গ্যাংটক। মধ্যরাতে ঘুমের মধ্যে ধসে হারিয়ে গেল তিনটি প্রাণ। ঘটনাটি ঘটেছে গ্যাংটকের রোঙ্গায়। দোকাদারা দেচিলিং এলাকায় হঠাৎই ধস নামে। বাড়িতে দুই পুত্রসন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন মা। বাড়িতে ছিলেন না তাঁর স্বামী। ধসের নিচে বাড়িসহ চাপা পড়ে যায় সকলেই। উদ্ধার হয়েছে তিনজনেরই দেহ। গত বেশ কিছুধরেই উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের বিস্তির্ণ এলাকায় বন্যার পূর্বাভাস দেখা দিয়েছে। বাদ যায়নি সিকিমও। প্রবল বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। এদিকে, সিকিমের তাদংয়ে একটি যাত্রীবোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়েছে। তাতেও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যানা যাচ্ছে রাঁচির সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সিকিমে গিয়েছিলেন তাঁরা।