রবিবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে উল্টে যায় একটি মিনি বাস। সেই বাসটিতে ছিল বরযাত্রী। অন্তত ৫০ জন ছিলি সেই বাসে। বাসের ভিতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। কলকাতা ট্রাফিক পুলিশ, দমকল, কলকাতা পুলিশের আধিকারিকরা দ্রুত উদ্ধারে হাত লাগান। জানা গিয়েছে টায়ার ফেটে বাসটি রাস্তার ধারে উল্টে যায়। বাঁকড়া-পার্কসার্কাস রুটের মিনিবাসটি বরযাত্রীর জন্য ভাড়া করা হয়েছিল। পার্কসার্কাস থেকে বাঁকড়ার দিকে যাচ্ছিল বাসটি। আহতদের মধ্যে রয়েছে শিশুও। গ্যাসকাটার দিয়ে জানলার রড কেটে আহতদের উদ্ধার করা হয়। খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার কারণ।