শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে নির্দিষ্ট এলাকায় হানা দিয়ে স্থানীয় পুলিশ বাহিনী। মৃত জঙ্গিরা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পরিচয় জানা যায়নি তাদের। গুলির লড়াইয়ে ৩ জন জঙ্গিকে খতম করে বড় সাফল্য পেল তারা। এদিন সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালায়। সেই খবর তাদের কাছে পৌঁছনোর আগেই এলাকা ঘিরে ফেলা হয়। তা দেখেই লুকিয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা ও পুলিশ। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি রাইফেল, গুলি ও অনেক বিস্ফোরক। তবে ওই দলে এই তিনজনই ছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই শুরু হয়েছে তল্লাশি।