জম্মু-কাশ্মীরে সংঘর্ষে শহীদ সেনা হলেন ৫ সেনা। তাঁদের মধ্যে একজন সেনা অফিসার। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সোমবার আতঙ্কবাদীদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। সূত্রের খবর সুরানকোট এলাকায় দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। যেখানে ৪ থেকে ৫ জন আতঙ্কবাদী ছিল বলে খবর এবং তাদের কাছে প্রচুর অস্ত্র ছিল। খবর পেয়ে তাদের তল্লাশিতে নামে সেনা। তখনই লুকিয়ে থাকা অবস্থায় সেনা জওয়ানদের লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে আতঙ্কবাদীরা। তাতে গুরুতর আহত হন জুনিয়র কমিশনড অফিসার এবং চার সেনা। পরে তাঁদের মৃত্যু হয়।