অভিযোগ দুই মহিলার বিরুদ্ধে। মদ্যপানকে ঘিরে কথা কাটাকাটির পরই ঘটে এই ঘটনা। শান্তিনিকেতনের ফুলডাঙা গ্রামের আদিবাসী পাড়ায় থাকেন শমাই সরেন, বয়স ২০। সোমবার রাতে এক বন্ধুর সঙ্গে পাড়ারই পাকু টুডুর বাড়িতে যান মদ্যপান করতে। সেখানেই তার সঙ্গে এই যুবকদের বচসা হয়। শমাইয়ের বন্ধু শৌচালয়ে গেলে তাঁর উপর চরাও হন পাকু। বন্ধু ফিরে এসে দেখেন শমাইয়ের জিভ কাটছে পাকু ওআর একজন মহিলা। ওই অবস্থাতেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শমাইয়ের বন্ধুর দাবি এর পিছনে দুই মহিলা তন্ত্রসাধনা কারণ। তারা তন্ত্রসাধনা করে আর এই জিভ কেটে নেওয়া তারই অংশ। এই দুই মহিলাকে পুলিশ আটক করেছে। দু’জনেই অভিযোগ অস্বীকার করেছে।