দশমীর দিন রেল লাইনে দাঁড়িয়ে টিকটক ভিডিও শুট করছিলেন ধীরাজ প্যাটেল। সঙ্গে ছিলেন আরও দুই বন্ধু। তখনই ট্রেন চলে এসেছে তা খেয়াল না করাতেই বিপদ। শুক্রবার সন্ধেবেলা ভদ্রেশ্বরের বাসিন্দা এই তিন যুবক রেললাইনের ধারে ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন। বাকি দুই বন্ধু লাইনের ধারে থাকলেও ধীরাজ চলে যান লাইনের মধ্যে। সেই সময় তিন নম্বর লাইন দিয়ে পাস করছিল বর্ধমান লোকাল। সেই ধাক্কায় ছিটকে পড়েন ধীরাজ। বাকি দুই বন্ধু লাইনের বাইরে থাকায় তাঁদের কিছু হয়নি। তাঁরাই জিআরপিতে খবর দেন। ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।