টি২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ২৩ অক্টোবর। সোমবার শুরু সেই ম্যাচের টিকিট বিক্রি। কিন্তু শুরু নয় শেষও হয় কয়েক মুহূর্তের মধ্যে। সকাল ৬টায় শুরু হয় টিকিট বিক্রি। আর তা সকাল ১১.৩০-এর মধ্যেশেষ হয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই আইসিসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয় সাধারণের জন্য টিকিট শেষ। ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে টি২০ বিশ্বকাপ চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। গত টি২০ বিশ্বকাপে ভারতকে হারতে হয়েছিল পাকিস্তানের কাছে। সেবারের আয়োজক ছিল ভারত। এবার বিশ্বকাপ আয়োজন করতে চলেছে অস্ট্রেলিয়া। ২০২০-তে যেটা হওয়ার কথা থাকলেও কোভিড অতিমারির কারণে করা সম্ভব হয়নি।