বাংলাদেশের খারাপ সময় চলছেই। পর পর তিন ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। এবার আরও বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। যদিও সেমিফাইনালে পৌঁছনোর স্বপ্ন কার্যত শেষ। তার মধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দলের তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসান। দলের তরফে রবিবার জানানো হল, তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। যেকারণে বিশ্বকাপের বাকি ম্যাচে তিনি আর খেলতে পারবেন না। যদিও তাঁকেও এই বিশ্বকাপে জ্বলে উঠতে দেখা যায়নি। কোয়ালিফায়ারে ভাল ফর্মেই ছিলেন। করেছেন একাধিক রেকর্ডও। টি২০ আন্তর্জাতিকে ১০৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটের পাশাপাশি টি২০ বিশ্বকাপেরও ৪০টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটের মালিক তিনিই।