দিনে দুপুরে গুলি চলাটা এখন খুব স্বাভাবিক হয়ে গিয়েছে। আর ঘাটি সেই উত্তর ২৪ পরগনা। এর আগে একইভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছে ব্যারাকপুর, হাবড়ায়। আর এবার ভরদুপুরে গুলি চলল ঠাকুরনগরে। রবিবার দুপুরে এই ঘটনায় জখম হয়েছে একজন নাবালক। আর এই গুলি চালানোর পিছনে রয়েছে তারই তিন বন্ধু। ইতিমধ্যেই তাদের গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা যাচ্ছে গুলি লেগেছে নাবালকের তলপেটে। ১৭ বছরের বিদ্যুৎ ব্যাপারীকে চাঁগপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলেছে ডাক্তার। জানা গিয়েছে, তারা নাকি বন্দুক নিয়ে খেলছিল আর তখনই অসাবধানতাবশত গুলি চলে যায়। কিন্তু তাদের কাছে কোথা থেকে এল এই বন্দুক? তদন্ত করছে পুলিশ।