দেশের ‘‘আইটি’ নিয়ম কেউ ভাঙছে কিনা তাতে নিয়মিত নজরদারি করবে কেন্দ্র সরকার। সোশ্যাল মিডিয়া থেকে ডিজিটাল সংবাদ মাধ্যম কী খবর দিচ্ছে তা সঠিক কিনা সেই সবের দিকে কড়া নজর রাখা হবে। নতুন আইটি আইনে নাকি এমনটাই সংযোজন করা হয়েছে। সেখানে নাকি এমনটাও বলা হয়েছে, এবার থেকে কোনও সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যমে সরকার সম্পর্কিত কোনও ভুয়ো, ভুল, বিভ্রান্তিমূলক খবর প্রকাশিত হচ্ছে কিনা সেটা দেখা হবে। এই সব দেখার জন তৈরি হবে কমিটি।