কেটে গিয়েছে দু’দিন। কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার হলেন তাওয়াং তুষারধসের কবলে পড়া ৭ সেনা জওয়ান। কিন্তু কারও শরীরে আর প্রাণ নেই। অরুনাচল প্রদেশের তাওয়াংয়ের কামেং সেক্টরে টহলরত অবস্থায় তুষারধসের মধ্যে পড়েন তাঁরা। গত ৬ ফেব্রুয়ারির ঘটনা। সোমবার থেকেই শুরু হয় খোঁজ। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজ চালাতেও সমস্যায় পড়তে হচ্ছে। সেনার হেলিকপ্টারও ব্যর্থ হয়েছে নিখোঁজ জওয়ানদের চিহ্নিত করতে।শেষ পর্যন্ত আশা ছিল অনেকটা উঁচুতে কোথাও তাঁরা আটকে পড়েছেন। তাঁদের জীবিত উদ্ধার করতে মরিয়া ছিল সেনাবাহিনী। এই জওয়ানরা অরুনাচলের চিন সীমান্তে ছিলেন। যেখানে বেশ কয়েকদিন ধরেই প্রবল তুষারপাত চলছিল। বন্ধ হয়ে গিয়েছিল সব রাস্তা। তার মধ্যেই ঘটে তুষারধসের ঘটনা। কিন্তু শেষরক্ষা হল না।