তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন হলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যসভার উপ-দলনেতা সুখেন্দুশেখর রায়। ডেরেক বলেন, ‘‘বৃহস্পতিবার সংসদীয় দলের বৈঠক ছিল। সেখানেই সর্বসম্মতিক্রমে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বভারতীয় তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’