জল্পনা চলছিলই। আর সেটাই সত্যি হল। শষ পর্যন্ত রায়গঞ্জের বিজেপি নেতা তথা সাংসদ কৃষ্ণ কল্যাণী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার পার্ত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে সম্পন্ন হল তাঁর যোগদান পর্ব। বেশ কিছুদিন ধরেই তাঁর বক্তব্যে বিজেপি বিরোধী বক্তব্য উঠে আসছিল। বোঝা যাচ্ছিল তাঁর ক্ষোভ তৈরি হয়েছে। এদিন তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘বিজেপিতে কাজের পরিবেশ নেই, আছে শুধু ষড়যন্ত্র। এভাবে কোনওদিন ভাল কাজ করা যায় না। আমি চেষ্টা করেছি, বড় নামদের দলে নিয়ে এসেছি। পাল্টা আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। সে কারণেই দল ছাড়তে বাধ্য হলাম। কেন্দ্রকে তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা শোনা গেল তাঁর মুখে।