এর মধ্যেই ত্রিপুরাতেও ‘খেলা হবে দিবস’ পালনের বার্তা ছড়িয়ে পড়ল। ১৬ অগস্ট এই দিনটি পালিত হবে বাংলার সর্বত্র তা আগেই জানানো হয়েছিল। কিন্তু উত্তপ্ত ত্রিপুরাতেও এর মধ্যেই সেই দিবস পালন করা হবে। সেদিনই কলকাতা থেকে ত্রিপুরা ফিরবেন সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য ও জয়া দত্ত। যদিও তা যে খুব শান্তিপূর্ণভাবে হবে না তা জানা কথাই। শহীদ দিবসও পালিত হয়েছিল ত্রিপুরাতে। এই বিধানসভা নির্বাচনে এই স্লোগানটি দারুণ জনপ্রিয় হয়েছিল। তবে রাজনীতি নয় ফুটবলের স্বার্থেই ‘খেলা হবে দিবস’ পালিত হবে। গ্রামে গ্রামে ফুটবলের উন্নতি হবে এর মাধ্যমে।