ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রী থানা এলাকায়। অভাবের তাড়নায় তিন মাসের শিশুকে বিক্রি করে দিয়েছিলেন বাবা-মা। প্রতিবেশিদের থেকে অভিযোগ পেয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ। তাঁদের দাবি অর্থসঙ্কটে সন্তানকে কী ভাবে বড় করে তুলবে, সেই চিন্তা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই এমনটা করেছেন বলে তাঁদের দাবি। শুক্রবার ছেলেকে দান করার কথা জানান মা। সেই মতো এক নিঃসন্তান দম্পতিও জুটে যায়। তাঁরা শিশুটিকে নিয়ে কিছু টাকাও দেবেন বলেন। এলাকার লোকেদের বিষয়টি সন্দেহজনক লাগায় তাঁরাই পুলিশে খবর দেন। শিশুটির বাবা-মা বাপ্পা ও পুনম জানা। তাঁদের একটি বড় মেয়েও রয়েছে। রিক্সাচালক বাবার দুটো সন্তানকে বড় করার ক্ষমতা নেই। তবে তাঁদের দাবি তাঁরা দান করতে চেয়েছেন বিক্রি নয়।