কোভিডের সঙ্গে লড়াইয়ে সাফল্য এসেছে। কিন্তু ডেঙ্গুর প্রকোপে সমস্যায় রাজধানী শহর। ইতিমধ্যেই দূষণের কবলে গোটা শহর। তার মধ্যে রীতিমতো চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ৬ বছরে রেকর্ড মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে দিল্লিতে। সোমবার এমনই তথ্য পাওয়া গিয়েছে। এই বছর যা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে ৫ হাজারের গণ্ডি। গত এক সপ্তাহে ২,৫৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যার ফলে ১৩ নভেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,২৭০। এর আগের বছর গুলোতে ডেঙ্গু আক্রান্ত এত ছিল না। যেমন ২০১৬-তে ৪৪৩১, ২০১৭-তে ৪৭২৬, ২০১৮-তে ২৭৯৮, ২০১৯-এ ২০৩৬ এবং ২০২০-তে ১,০৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।
২০১৫তে যা ভয়ঙ্কর রূপ নিয়েছিল। শুধু অক্টোবরেই ১০,৬০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এ বছর অক্টোবরে দিল্লিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১১৯৬ জন। আর গত ১৩ দিনে আক্রান্ত হয়েছে ৩৭৪০ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের।