আশা দেখাচ্ছে রাজধানী। দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো নাস্তানাবুদ অবস্থা ছিল দিল্লির। হাসপাতাল থেকে শ্বশান কোভিড আক্রান্ত ও মৃতের ভিড়ে প্রাণ ওষ্ঠাগত ছিল সরকারের। তবে এখ আবার নতুন করে ঘুরে দাঁড়িয়ে আশা দেখাচ্ছে দিল্লি। এখনও যে পর্যায়ে পৌঁছতে পারেনি কোনও রাজ্যই। দিল্লি সেটাই করে দেখিয়েছে আপাতত। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। প্রতিদিনই কমছে। খুব দ্রুত সংখ্যাটা শূন্যে নেমে আসবে বলেই আশা। সোমবার মৃত্যু হয়েছে ২ জনের। স্বাস্থ্য দফতর থেকে এমনই পরিসংখ্যান দিয়ে জানানো হয়েছে যা অন্য রাজ্যগুলোকেও আশ্বস্থ করবে। পজিটিভিটি রেট ০.১০ শতাংশ। রবিবার দিল্লিতে আক্রান্ত হয়েছিল ৮৯ জন ও মৃ্ত্যু হয়েছিল ৪ জনের।