দেশের কোভিডে দৈনিক সংক্রমণ হঠাৎ এক লাফে বাড়ল অনেকটা। স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪,৪০৩ জন। বৃহস্পতিবারের তুলনায় যা বেড়েছে প্রায় ১২ শতাংশ। কিন্তু দৈনিক সংক্রমণ বাড়ায় বেড়েছে উদ্বেগ। যত তৃতীয় ঢেউয়ের সময় ঘনিয়ে আসছে ততই এই দৈনিক সংক্রমণ বৃদ্ধি আতঙ্ক তৈরি করছে। তার মধ্যে উদ্বেগের কেন্দ্রে রয়েছে মহারাষ্ট্র ও কেরালা। এখানকার পরিস্থিতি দেশের দৈনিক সংক্রমণ বাড়ার মূল কারণ। কেরালা যেমন রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণেই আনতে পারেনি তেমনই মহারাষ্ট্র নিয়ন্ত্রণে এনেও আবার খারাপের দিকে যাচ্ছে। সেখানে ৫ জেলাতে সংক্রমণ বেড়েছে ৭০ শতাংশ।