আবার বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। পজিটিভিটি রেট ক্রমশ বাড়ছে যা আতঙ্কের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এইঊর্ধ্বমুখী করোনার চোখ রাঙানি চতুর্থ ঢেউয়ের আগমনবার্তা বলেই মনে করছে সকলে। তাই এখনও সাবধান হওয়ার অনুরোধ জানাচ্ছে প্রশাসন। যদিও মানুষের হুশ নেই। কারওমুখে মাস্ক নেই। সেই অবস্থাতেই ভিড়ের মধ্যে নিত্যদিনের যাতায়াত। যা অশনী সঙ্কেত বলেই মনে করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০ জন। পজিটিভিটি রেট ৩.৪০ শতাংশ। দেশে করোনার অ্যাক্টিভ কেস রয়েছে ১,০৭,১৮৯টি। মৃত্যু হয়েছে ২৩জনের। মৃত্যুও ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেখানে দেশের একটা বড় অংশের টিকার দুটো করে ডোজ নেওয়া হয়ে গিয়েছে। কমেছে সুস্থতার হারও।