ফতার প্রৌঢ় স্কুল শিক্ষক। অভিঅযোগ নাবালিকার শ্লীলতাহানির। কালনা শহরের শ্যামগঞ্জপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, অখিলেশ্বর সরকার নামে এই শিক্ষক অনেক টিউশনি করতেন। তার মধ্যে ছিল দশমশ্রেনীর এক ছাত্রীও। সে শিক্ষকের বাড়িতেই পড়তে যেত। সোমবারও একইভাবে গিয়েছিল। একাই ছিল সেই সময় মেয়েটি। সেই সুযোগে দরজা বন্ধ করে তার শ্লীলতাহানি করে সেই শিক্ষক। ছাত্রীটি চিৎকার করলে তাকে হুমকি দেয় সেই শিক্ষক। ভয় দেখায় কাউকে যাতে সে কিছু না বলে। কিন্তু পরিবারকে জানিয়ে দেয় সেই ছাত্রী। তার পরিবারের তরফে কালনা থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার হয় সেই শিক্ষক। তার কঠিন শাস্তি দাবি করেছে নিগৃত ছাত্রীর পরিবার।