আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেন নারিন্দর বাত্রা। সোমবার তিনি তাঁর পদত্যাগের কথা জানান। এর পাশাপাশি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যপদও ত্যাগ করলেন তিনি। এদিন তিনি তিনটি পদত্যাগপত্র পাঠালেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ও ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকিকে। তবে কেন এই পদত্যাগ তা পরিষ্কার নয়। তাঁর পদত্যাগ পত্রে অবশ্য লেখা রয়েছে ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত। এর পিছনে এতগুলো সংস্থার পদে থাকাটাই তাঁর জন্য বাধা হয়ে দাঁড়াল বলে মনে করা হচ্ছে।