নিউজিল্যান্ডের একটি সুপার মার্কেটে শুক্রবার এই ঘটনা ঘটেছে। ছুরি নিয়ে আচমকাই হামলা চালায় এক ব্যক্তি। যার ফলে ৬ জন জখম হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। পরে পুলিশের গুলিতে মারা যায় সেই জঙ্গি। পুলিশ জানিয়েছে, এই ব্যক্তি শ্রীলঙ্কার নাগরিক। গত ১০ বছর ধরে পেশার কারণেই নিউজিল্যান্ডে বসবাস করছিলেন। দেশের প্রধানমন্ত্রী জাসিন্দা ওয়ার্ডেন অবশ্য বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই হামলাকারী আইএস জঙ্গিদের দ্বারা অনুপ্রানিত এবং সে গত ৫ বছর ধরে গোয়েন্দাদের নজরে ছিল। পুলিশও জানিয়েছে, গত ৫ বছর ধরে তাদের নজরে ছিল এই হামলাকারী। কিন্তু কেন এই হামলা তা পরিষ্কার হয়নি এখনও।