পর পর দু’দিন কমল পশ্চিমবঙ্গে দৈনিক কোভিড সংক্রমণ। মা পুজোর আগে প্রশাসনের জন্য স্বস্তির। বেড়েছে সুস্থতার হারও। সোমবারের রিপোর্ট বলছে এ দিন কোভিডে আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। যা রবিবারের তুলনায় অনেকটাই কম। রবিবার ছিল ৬৩৫ জন। এ দিন মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়েছেন ৬০৮ জন। তবে দৈনিক আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে কলকাতা। শহরে ১০৫ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে ১০৩ জন আক্রান্ত নিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। বাকি সব জেলাতেই আক্রান্তের সংখ্যা ৫০-এর নীচে।