ওয়াংখেড়েতে ৬ উইকেটে জিতল কলকাতা। প্রথমে বল করে পঞ্জাব কিংসকে ১৩৭ রানে আটকে রাখেন শ্রেয়স আয়াররা। ব্যাট করতে নেমে ১৪.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় কলকাতা। টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা এগিয়ে ছিল কলকাতা। প্রথম ওভারেই ময়ঙ্ক অগ্রবালকে ফিরিয়ে দিয়ে কলকাতাকে চালকের আসনে বসিয়ে দেন উমেশ যাদব। ইনিংস শেষে উমেশের ঝুলিতে চার উইকেট। দিয়েছেন মাত্র ২৩ রান।