এক সঙ্গে দলের দায়িত্ব ছাড়লেন দুই বিখ্যাত তারকা প্রাক্তন ক্রিকেটার। একজন পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ মিসবা-উল-হক এবং অন্যজন দলের বোলিং কোচ ওয়াকার ইউনিস। টি২০ বিশ্বকাপের বাকি আর একমাস। তার আগে দলের দুই শীর্ষ কোচের সরে যাওয়ায় প্লেয়ারদের উপর প্রভাব পড়বেই। এই দুই কোচের এক সঙ্গে পদত্যাগে আপাতত অন্তর্বর্তীকালীন কোচেরা দায়িত্ব দেওয়া হয়েছে সাকলিন মুস্তাক ও আব্দুল রজ্জাককে। ১৩ সেপ্টেম্বর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদে বসতে চলেছেন রামিজ রাজা। তার আগে এই যৌথ পদত্যাগ তাৎপর্যপূর্ণ। এই মধ্যেই সোমবার বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান।