সোমবার সকালে কেঁপে উঠল পাঠানকোটের সেনাঘাঁটির ত্রিবেণী গেটের কাছের এলাকা। ২০১৬-তে এখানকার বায়ুসেনা সেনাঘাঁটিতে জঙ্গি হানার স্মৃতি আজও তাজা। ১৮ ঘণ্টা ধরে চলেছিল গুলির লড়াই। মৃত্যু হয়েছিলেন ৬ জন নিরাপত্তারক্ষীর। তার মধ্যে এই গ্রেনেড বিস্ফোরণ আতঙ্ক তৈরি করেছে নতুন করে। বাড়ানো হয়েছে সেনাঘাঁটিসহ এলাকার নিরাপত্তা। জারি করা হয়েছে হাই এলার্ট। বিস্ফোরণের শব্দে স্থানীয়দের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন সেনা ও পুলিশের বড় কর্তারা। জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সসিটিভি ফুটেজ। সম্প্রতি বামিয়াল সেক্টরে ড্রোন হোক বা বেলুন—কোনওটাকেই হালকাভাবে নেওয়া হচ্ছে না এই গ্রেনেড বিস্ফোরণের পর। উড়িয়ে দেওয়া হচ্ছে না নাশকতার সম্ভাবনাও।