২০২০ থেকে যে স্কুল, কলেজ বন্ধ হয়েছে তার পর আর খোয়া সম্ভব হয়নি। এর মধ্যেই দু’পর্বের বোর্ডের পরীক্ষা হয়ে ফলও বেরিয়ে গিয়েছে। এদিন যদিও নতুন আশ্বাসের কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যের কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পজিটিভিটি রেট ২ শতাংশের নিচে রয়েছে। সে কারণে স্কুল কলেজ খোলা নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা শুরু করে দিল প্রশাসন। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, পুজোর পর কোভিড পরিস্থিতি দেখে স্কুল, কলেজ খোলার কথা ভাবা হবে। যদিও তার পরও পুরোপুরি স্বাভাবিক এখনই হওয়ার সম্ভাবনা নেই। বিধিনিষেধ মেনেই হবে ক্লাস। রোজ ক্লাস হবে না। তবে সবই সেই সময়ের পরিস্থিতির উপর নির্ভর করবে।