পুজো নিয়ে হাইকোর্টের রায়

কোভিড-১৯ পরিস্থিতিতে গত বছর থেকেই পুজো বেশ খানিকটা ফিঁকে। এক জায়গায় অনেক মানুষের জমায়েত না হলে আর পুজোর কী মজা। তবে এবার বিধিনিষেধ থাকলেও হাইকোর্ট নতুন করে কিছু বিষয়ে ছাড় দিল। দু’টি টিকা নেওয়া থাকলে কোনও বাঁধা ছাড়াই অঞ্জলি দেওয়া যাবে, দশমীতে খেলা যাবে সিঁদুরও। এ ছাড়া মাস্ক পরে অঞ্জলি দেওয়া ও সিঁদুর খেলা যাবে। এই পরিস্থিতিতে পুজোর কাজেও কোনও বাধা থাকছে না। বড় মন্ডপে এক সঙ্গে ৪৫ এবং ছোট মন্ডপে এক সঙ্গে ১০-১৫ জন ঢুকতে পারবে। প্রাথমিকভাবে মন্ডপে ঢোকা নিষিদ্ধ করা হয়েছিল। তা তুলে নেওয়া হল তবে নিয়ন্ত্রণ রাখতে হবে। তার দায়িত্ব পুজো কমিটিগুলোর। তার অন্যথা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।