১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪টি আসনে পুরভোট। তার আগে শেষ ধাক্কা দিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। মাঠে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ কলকাতার প্রার্থীদের নিয়ে শহরের রাস্তায় হবে তৃণমূলের মহামিছিল। তার আগে দিল্লি যাবেন তিনি। সেখান থেকে ফিরে রয়েছে গোয়ায় কর্মসূচি। তার পরই পুরভোটের মিছিলে অংশ নেবেন তিনি। আপাতত সামান্য বিশ্রাম নেওয়ারও সুযোগ নেই তৃণমূলের সর্বভারতীয় সভাপতির। একই সময়ে সভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি ১৬ ডিসেম্বর প্রচারের শেষ দিন বেহালা ও বাঘাযতীনে সভা করবেন বলে জানা গিয়েছে।